শাহিন ফকির।।
২৮ অক্টোবর -সোমবার- ২০২৪ দুপুর ২:৩০মিনিট, পিরোজপুর টাউন ক্লাব মাঠে- বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে, গত ২৮ অক্টোবর ২০০৬ সালে ঢাকায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সেই সময় লগি বৈঠা দিয়ে পিটিয়ে নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে গন সমাবেশের আয়োজন।
গন সমাবেশে জেলা- উপজেলা- শহর ও অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হাজার হাজার সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বেই টাউন ক্লাবের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য জননেতা এ কে এম ফখরুদ্দীন খান রাযী। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহবান জানান। তিনি আরো বলেন আগামী নির্বাচনে জনগণকে ভোট এবং নোট -অর্থ- দিয়ে সহযোগিতার কথা বলেন। বর্তমান সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়ে বলেন-অন্যথায় জনগণ রাস্তায় নেমে গেলে সেটা সরকারের জন্য মঙ্গলজনক হবে না।
অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে-অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অগনন মানুষের হৃদয়ের স্পন্দন-বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর (রঃ) সুযোগ্য পুত্র-আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা- আলহাজ্ব শামীম সাঈদী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদী। উক্ত বক্তারা খুনি ফ্যাসিস্ট হাসিনার সমালোচনা করে বলেন,ভবিষ্যতে যেন সন্ত্রাসী খুনিরা বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে ২৮ শে অক্টোবরসহ জুলাই আগস্ট বিপ্লবের খুনিদের বিচারের ব্যবস্থা করা হবে।
অদ্য দুপুর ২:৩০ থেকে গন সমাবেশ শুরুর সাথে সাথে টাউন হল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে দামোদর ব্রিজ, সাধনার পুল এবং টাউন স্কুলের রাস্তা হয়ে কৃষ্ণচূড়া মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। এছাড়া বিভিন্ন উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে মানুষকে বক্তব্য শুনতে দেখা গেছে ।
গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ সোহরাব হোসেন জুয়েল,ওলামা বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা মুসা, পিরোজপুরের আলোর সম্পাদক ডক্টর আব্দুল্লাহিল মাহমুদ,পিরোজপুর পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা আমির হোসেন খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলী হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান খান, জেলা সেক্রেটারি মোঃ ইমরান খান প্রমুখ।
অতঃপর গন সমাবেশে পিরোজপুর সাংস্কৃতিক কেন্দ্রের সুরের ছোঁয়া শিল্পী গোষ্ঠী, তাকওয়া শিল্পী গোষ্ঠী, সুর কোরাস শিল্পী গোষ্ঠী, নব তরঙ্গ শিল্প গোষ্ঠী৷ ও সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
সমাবেশে সংগঠনের স্বেচ্ছাসেবক সহ পিরোজপুর জেলার পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ এর উপস্থিতিতে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে গন সমাবেশটি শেষ করা হয়।