সোহানুর রহমান বাপ্পি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
শীতকালে দুইটি খাবার থেকে ছড়িয়ে পড়ছে মর’ ণব্যাধি এই নিপা ভাইরাস, বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসে পরিবারের একজন আক্রান্ত হলে- পুরো পরিবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে- তাই কঠিন সতর্কবার্তা দিচ্ছে ভাইরাস গবেষক টিমরা। কারণ এই ভাইরাসটি যাকে আক্রমণ করবে তার মৃত্যুর সম্ভাবনা থাকে ৯০ ভাগের ও বেশি- এই ভাইরাসটি একটি প্রাণীবাহিত রোগ যা বাদুড় থেকে মানুষ সংক্রমিত হয়।
২০০১ সালে ইন্দোনেশিয়ার এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত করা হয় – প্রতেবেশি দেশ ভারতেও এই ভাইরাসের প্রাদুর্ভাবে খবর পাওয়া যায়- সেগুলো হলো শিলিগুড়িতে ২০০১ সালে- নদীয়ায় ২০০৭ এবং কেরেলায় ২০১৮ সালে- এই সময় গুলোতে এই ভাইরাসের মোট ৬৭ জন আক্রান্ত হলে তাদের মধ্যে ৪৬ জনই- মারা যায়- সে সময় এই ভাইরাসের উৎস সনাক্ত করতে না পারলেও- গবেষকরা এটা সনাক্ত করেন যে- এই ভাইরাস ছোঁয়াচে সংক্রমিত- মানুষ থেকে মানুষের ছড়াতে পারে- এভাবেই ফিলিপাইন এই ভাইরাসে ১৭ জন আক্রান্ত হলে সেখানে ১১ জন মৃত্যু বরণ করে। এছাড়া বাংলাদেশে ২০০১ সালে প্রথম, নিপা ভাইরাসের তথ্য পাওয়া গেলেও- শনাক্ত করা হয় ২০০৪ সালে- তখন থেকে শুরু করে এখন পযন্ত- নিপা প্রাদুর্ভাবে খবর পাওয়া যাচ্ছে মোট ৩০৩ জন- নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ২১১ জনের মৃত্যু ঘটেছে মূলত আমাদের এই বাংলাদেশে এই রোগ ছড়াতে পারে খেজুরের রস পানের মাধ্যমে শীতের সময় রস খুবই জনপ্রিয় একটি পানীয়। শীতকালে রস- আহরণের জন্য গাছের কান্ডে, একদম উপরের দিকে খানিকটা অংশ চেচে সেখানে সারারাত হাড়ি ঝুলিয়ে রাখা হয়- তখন বাদুড় হাঁড়ি থেকে রস চাটছে বা গাছের কাটা অংশে মুখ দিচ্ছে অথবা মধ্যে প্রস্রাব করছে। হাঁড়ির বাইরের অংশ থেকে কিছু সেম্পল গ্রহণ করে বিশেষ- সি. আরের মাধ্যমে নিপা ভাইরাসের- আর- এন-এ জেনেটিক করে প্রমাণ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে- এ থেকেই ধারণা করা হয় বাদুড় এই রোগ সংক্রমণের প্রধান উৎস। নেশা জাতীয় পানিয় তারই ও নিপা ভাইরাসের সংক্রমণের মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ থেকে মানুষ নিপার সংক্রমণে আরেকটি হলো- দেহ রসের সংস্পর্শে আসা, বাংলাদেশে হওয়া বেশিরভাগ প্রাদুর্ভাব গুলোই দেখা গেছে শীতের সময়।