
কক্সবাজার প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কক্সবাজারে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন। রাত ১১টা থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার ফেসবুক একাউন্টে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের থানা সড়কের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।
এসময় কক্সবাজারের সমন্বয়ক সাহেদ বলেন,
জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদ কে কটুক্তি করে, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ফেসবুক একাউন্টে ভিডিও পোস্ট করলে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার নেতৃবৃন্দের নজরে আসলে তৎক্ষণাৎ কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন হাজার হাজার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জুলাইর গনহত্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-র দায় এড়াতে পারেন না।
শহীদ আবু সাইদ কে নিয়ে
কক্সবাজার জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে
কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি শাহাব উদ্দিন চৌধুরী বলেন –
অবিলম্বে তার করুচিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি
এবং
ছাত্র জনতার হত্যা মামলার আসামি ইশতিয়াক কে প্রশাসন কর্তক গ্রেফতার করার আহবান জানাচ্ছি
ওই সময় বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন।
ছাত্র নেতাদের দাবি, কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্দোলন চলাকালীন থানার প্রধান গেটে তালা লাগিয়ে দেয় ছাত্ররা।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- ইলিয়াস খানের বক্তব্য পাওয়া যায়নি।