মো: আব্দুর রহিম
শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের জাজিরায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -৩০জুন- সকাল সাড়ে ১১ টায় জাজিরা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার ৩৮০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক বলেন- ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৮০জন ক্ষুদ্র- প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছি- বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।