মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে ১০জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।
রবিবার সকালে জেলা ইউনিট কার্যালয়ে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে ও কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ রেডক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ.বি.এম. শামসুজ্জোহা, জেলা রেড ক্রিসেন্ট’র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নুরুল হুদা আলম, এম. এন. খালেদ রবি, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ ও যুব প্রধান শুভদ্বীপ সিকদার শুভ।
অনুষ্ঠানে ১০ জন শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবককে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।