হোসাইন রুবেল ভোলা ।।
ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের হাতে তাজা গোলাপ ও রজনীগন্ধার সংবর্ধনা দেওয়া হয়। এসময় সদর উপজেলার ৩৮ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অর্থীক সহায়তা এবং দুই অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে সেলাই মেশিন বাবদ অর্থীক অনুদান প্রদান করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ভোলার সিভিল সার্জন ডা:কে এম শফিকুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমূখ।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী বলেন,মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা। বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। পাশাপাশি মুক্তিযোদ্ধারা কি অবস্থায় আছেন তাদের দেখ বাল করাটাও আমাদের কর্তব্য। দেশে এখন করোনার মহামারী চলছে আর এই মহামারীতে দেশের অনেক অসচ্ছল মুক্তিযোদ্ধারা অমানবিক জীবন যাপন করছেন।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই মহামারীর থেকে রক্ষা পাওয়া লক্ষে দেশ বাসির জন্য টিকার ব্যবস্থা করেছেন। প্রথম দ্বিতীয় পর্যায়ের পরে এখন তৃতীয় পর্যায়ে ভূষ্টার ডোজ টিকার ব্যবস্থা করেছে। এসময় তিনি সরকারের প্রতি এই ভূষ্টার ডোজ টিকার অগ্রধিকার ভিত্তিতে দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের দেওয়ার আহবান জানান।