হোসাইন রুবেল ভোলা।।
ভোলায় গতকাল মঙ্গলবার বেলা ১১ঘটিকার সময় বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা সমাবেশ ২০২১ ভোলা আনসার ও ভিডিপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোঃতৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে, ভোলা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জিয়াউল আলম পরিচালক, (ভিডিপি-প্রশিক্ষণ)বাংলাদেশ আনসার ও ভিডিপি, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম,পরিচালক আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জ, বরিশাল, কাজী মোঃশরিফ উদ্দিন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ভোলা,মামুন আল ফারুক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ভোলা,জেলা সিভিল সার্জনের প্রতিনিধি শাহাদাত হোসেন সিনিয়র সাস্থ্য কর্মকর্তা, ভোলা এবং ভোলার সকল উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা কর্মচারী, আনসার কমান্ডারগণ সহ জেলার প্রতিটি ইউনিয়ন দলনেতা -দলনেত্রী। জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ নেতৃত্বে আনসার ভিডিপির কার্যালয় থেকে একটি র্্যালী বের হয়ে ভোলা শহরের বাসস্ট্যান্ড সড়কের ফায়ার সার্ভিসের সামনে খেয়াঘাট রোড প্রদক্ষিণ করে পূণরায় আনসার ভিডিপির কার্যালয় গিয়ে শেষ হয়।
এরপর বেলা ১২ ঘটিকায় সময় শাহাবুদ্দিন ইউনিয়ন দলপতি লীলকমর চরফ্যাশন এর উপস্থাপনের মধ্যে দিয়ে ভিডিপির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই বাংলাদেশ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে সরকারের ভূয়সী প্রশংসা করে ভোলা জেলা আনসার কমান্ড্যান্ট আহসান উল্লাহ আনসারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এরপর একে-একে প্রধান অতিথি,বিশেষ অতিথিরা বক্তব্য প্রদান করে। বক্তব্য শেষে বাংলাদেশ আনসারের পুরুষ তিন সদস্যকে বাই সাইকেল, মহিলা চার সদস্যকে সেলাই মেশিন,চৌদ্দ সদস্যসের মাঝে ছাতা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে প্রথম পর্ব শেষ করে আমন্ত্রিত অতিথি সহকারে দুপুরের ভোজে যায়। জানা যায়, বিকেলে আমন্ত্রিত বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার, মধ্যে দিয়ে ভোলা জেলা আনসারের সমাবেশ ২০২১সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানা গেছে।