হোসাইন রুবেল ভোলা।।
ভোলায় গতকাল বুধবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ আনসার ও ভিডিপির উদ্যেগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভোলার আনসার ও ভিডিপির কার্যালয় থেকে জাতীয় পতাকা প্রদক্ষিণ র্্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ভোলা জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা কর্মকরচারীগণ সহ প্রতি ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,আনসার কমান্ডার,সহকারী কমান্ডার,ও মহিলা কমান্ডারগণ উপস্থিত থেকে র্যালিটি শুরু হয়। র্্যালিটি ভোলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে শুরু হয়ে ভোলা বাসস্ট্যান্ডের উত্তর মাথায় অর্থাৎ খেয়াঘাট সড়ক প্রশিক্ষণ করে পূণরায় আবার আনসার ও ভিডিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ভোলা জেলা আনসার কমান্ড্যান্ট আহসান উল্লাহ স্বাধীনতার ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে উপস্থিত সকল আনসার ও ভিডিপির কর্মকর্তা কর্মকর্মচারীগণের উদ্দেশ্য কিছুক্ষণ ব্রিফ করে। সেই সময় জাতীয় পতাকা পুরোপুরি নির্মিত রাখা হয়। ব্রিফ শেষে সকালের মাঝে কিছু তবারক বিতরণ করে র্যালিটির কার্যক্রম সমাপ্ত হয়।