হোসাইন রুবেল ভোলা।।
ভোলার দৌলতখানের ভবানীপুরের বসতবাড়ির রান্না ঘরথেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুন্সি বাড়ির সফিউল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করেন উপজেলা বন বিভাগ।
এ সময় স্থানীয়রা বলেন, ওই বাড়ির সফিউল্লাহর রান্না ঘরে সকালে তার পরিবারের লোকজন কাজ করতে গিয়ে বিষধর এই সাপটি দেখে পান। পরে ভয়পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা সাপটি একটি পাত্রে ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখতে শতশত মানুষ ভিড় জমায়।
পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তারা এসে বিষধর সাপটি উদ্ধার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদার জানান, স্থানীয় ভাবে খবর পেয়ে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখছে।
আর বন বিভাগের দৌলতখান উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো.আকরাম জানান, ধারনা করা যাছে খাবারের খোজে লোকালয়ে এই বিষধর রাসেল ভাইপারটি প্রবেশ করেছে।
এর আগেও সদর উপজেলা বেশ কয়েটি এই রাসেল ভাইপারের সন্ধান মিলেছে। আমরা সাপটি উদ্ধার করেছি এবং দুপুরের দিকে গভীর বনে সাপটি অবমুক্ত করা হবে।