মোঃ নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে দুর্বৃত্তরা আগুন দিয়ে এক ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকার সম্পদ পুড়িয়ে দিয়েছে।
বুধবার রাত আড়াইটায় পিরোজপুর সদর উপজেলার -১ নং শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচ পাড়া বাজারে এ ঘটানা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় পাঁচপাড়া বাজার কমিটির সভপতি মোঃ লিটন সিকদারের -৬ টি দোকান ঘর সহ একটি মাইক্রো,একটি মটর সাইকেল ও লেদ মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা -৯৯৯ এ কল করে। পরে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিছুক্ষন পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়!
পরে পিরোজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভুক্তভোগী লিটন সিকদার জানান, তার ৬ টি দোকানে নগদ দেড় লক্ষ টাকা, ৫০ লক্ষাধিক টাকার ভেটেরিনারি ওষুধ, একটি মাইক্রো, একটি মটর সাইকেল, লেদ মেশিন সহ বিভিন্ন পন্য ছিল যাহার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি বলেন, আমি ফায়ার সার্ভিসে দীর্ঘদিন চাকুরী করেছি। অভিজ্ঞতা থেকে আমার বিশ্বাস যে কেউ এ ঘটনা পরিকল্পিত ঘটিয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারআবু জাফর জানান, আগুনের সূত্রপাতের কারন তদন্ত করে রিপোর্ট দেয়া হবে।