
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের কেরানীহাট–বান্দরবন সড়কের বাজালিয়া অংশে বুড়ির দোকান নামক স্থানে সড়কের খাস জমিতে অবৈধভাবে স্থাপিত একটি ফলের দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকানটি সরিয়ে ফেলা হয়।
জানা যায়, দোকানটি দুই সড়কের সংযোগস্থলে এমনভাবে স্থাপিত ছিল যে, এটি “অন্ধ বাঁক” হিসেবে কাজ করছিলো যা যেকোনো মুহূর্তে মারাত্মক সড়ক দুর্ঘটনার কারণ হতে পারত। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই খাস জমিতে স্থাপিত এই অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, সড়কের পাশে দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করতে ও দুর্ঘটনা প্রতিরোধে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

























