
নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণায় আজ থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের মাসব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ সকালে নেত্রকোণার নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা সিভিলে সার্জন ডা: মোঃ সেলিম মিয়া সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।