নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণার আটপাড়ায় শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি সাবেক এম.পি বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এবং নেত্রকোণা জেলা আওয়ামী যুবলীগের আহব্য়াক মাসুদ খান জনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: নিজাম ইয়ার খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহব্য়াক জামিউল ইসলাম খান জামি, যুগ্ম আহব্য়াক দেওয়ান রনি, সম্মানীত সদস্য আব্দুল ওয়াহাব ঝুটন, ত্রীবির বিশ্বাস তন্ময় ও তাপস ব্যানার্জীসহ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক এর বিজয়ের লক্ষ্যে যাকেই নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এছাড়া সভায় উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের আলোচনা হয়।