মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মুন্নাব (৬০) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করা হয়। শনিবার সকালে উপজেলার মাঝুখান গ্রামে এঘটনা ঘটে। ঘটনায় আফরোজা আক্তার ঝুমুর নামে উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পরে মঙ্গলবার গাজীপুর জেলা যুব মহিলালীগ নেত্রী ঝুমুরকে স্থায়ী ভাবে বহিঃস্কার করেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শনিবার সকালে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আব্দুল মুন্নাব (৬০) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়ি ভাবে পেটায় ওই যুব মহিলালীগ নেত্রী ও তার স্বামী সেলিম। পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যায়। এ ঘটনায় ওই যুব মহিলালীগ নেত্রী ও তার স্বামীর নাম উল্লেখসহ ৮ জনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের হয়। পরে যুব মহিলালীগের গঠনতন্ত্র অনুযায়ী তাকে জেলা যুব মহিলালীগ স্থায়ী ভাবে বহিঃস্কার করেন।
এ ব্যপরে জেলা যুব মহিলালীগের আহবায়ক শর্মিলি দাস মিলি বলেন, যুব মহিলালীগের গঠনতন্ত্র অনুযায়ী তাকে জেলা যুব মহিলালীগ স্থায়ী ভাবে বহিঃস্কার করা হয়েছে।
এ ব্যপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, হত্যা কান্ডের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঝুমুর নামে একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।