
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পাঁচটি ইউপির আসন্ন নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীদের বিদ্রোহ করায় ছোট ভাইয়ের স্বক্ষরিত চিঠিতে বড় ভাইসহ আটজনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী রেজাউল করিম রাসেল এবং কালিয়াকৈর উপজেলা আওয়ামলী লীগের সভাপতি মুরাদ কবীরের স্বাক্ষরিত পত্রে বিদ্রোহীদের বহিস্কার করা হয়। চিঠিতে উল্লেখ রয়েছে চাপাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করার অভিযোগে বড় ভাই ও বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুকে ইউনিয়নের আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
অপর সাতজন বহিষ্কৃত নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াসিন, ঢালজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান , আওয়ামী লীগ সদস্য ও সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন, বোয়ালি ইউপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান, ও আওয়ামী লীগের সদস্য বাবু চান মোহন রায়, মধ্যপাড়া ইউপি আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম খান।
চাপাইর ইউপির নৌকার বিদ্রোহী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, গত দুটি নির্বাচন করেছেন। দল থেকে ওই দুইবারও বহিষ্কার হয়েছেন। এর পরও জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। এবারও জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল জানান, দলের যে কেউই শৃঙ্খলা ভঙ্গ করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার হতেই হবে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।