হোসাইন রুবেল ভোলা।।
‘ভোলায় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার
দাবীতে মানববন্ধন করা হয়েছে। জলবায়ুর -বিপন্ন উপকূলের সুরক্ষার জন্য ন্যায্যতার দাবী জোরালো হোক ও উপকূলের জন্য হোক একটি দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ‘ভয়াল ১২ই নভেম্বর’কে উপকূল দিবস ঘোষণার দাবীতে ভোলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে যুব রেডক্রিসেন্ট ভোলা, ব-দ্বীপ ফোরাম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও ভোলা নাগরিক অধিকার ফোরাম, উপকূল ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ‘বলেন, ৭০-এর গোর্কির আঘাতে প্রবল জলোচ্ছ্বাসে ভোলা জেলার বেশিরভাগ এলাকা নিশ্চিহ্ন হয়ে পড়ে। শুধু ভোলা জেলায় প্রাণ হারায় প্রায় ৫ লাখ মানুষ। এর মধ্যে বিচ্ছিন্ন মনপুরায় প্রাণ হারায় প্রায় ২৬ হাজার মানুষ। একের পর এক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় মোকাবেলা করে আজও ভোলাসহ উপকূলীয় এলাকার মানুষের বেঁচে থাকতে হচ্ছে। কিন্তু আজও উপকূলীয় অঞ্চলে নিরাপদে বেঁচে থাকার জন্য গড়ে উঠেনি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার ও টেকসই বেড়িবাঁধ। তাই পর্যাপ্ত সাইক্লোন সেন্টার, টেকসই বেড়িবাঁধ, মাটির কিল্লা নির্মানসহ ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবী জানিয়েছে ভোলাসহ উপকূলবাসী। মানববন্ধনে ১২ নভেম্বর উপকূল দিবস কিংবা জাতীয় দিবস নয়, এটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার দাবীও জানান বক্তারা।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও রেডক্রিস্টে সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, শেখ ফজিলাতুনেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মু. শওকাত হোসেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ব-দ্বীপ ফোরামের প্রধান মোশারেফ হোসেন অমি, উপকূল ফাউন্ডেশনের ভোলা জেলা প্রধান সমন্বয়কারী এম শাহারিয়ার জিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জীবন-পুরান আবৃত্তি সংসদের সভাপতি মশিউর রহমান পিংকু।
মানববন্ধন ও আলোচনা সভা শেষে ভোলা প্রেসক্লাব হলরুমে ১৯৭০ সালের ১২ নভেম্বর এর ভয়াল সুনামীতে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হান।