মোঃ এহছান এলাহী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলায় সরকারি ভাবে নিলামকৃত পাথরের সর্বোচ্ছ নিলামদাতা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান। তিনি সরকারি ভাবে বিক্রিত পাথরের ০৫টি স্তূপে মোট ৫শত ৫৬ সিএফটি পাথর ক্রয় করেছেন।
গত ৩রা নভেম্বর রবিবার ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া সাক্ষরিত ও ০৫.৪৭.৭৩১২.০০০০.০৬.০১৬.২৪-৮৭৪ স্বারক নং সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উক্ত পরিপত্রনুযায়ী জানা যায়, ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের গ্রোয়িং এর পার হতে অবৈধভাবে মজুদকৃত পাথর জব্দ করা হয়।জব্দকৃত পাথর গুলো নিলামের মাধ্যমে বিক্রয়ের জন্য গত ৩০শে অক্টোবর ২৪ইং নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উম্মুক্ত নিলাম ডাক অনুষ্ঠিত হয়। উক্ত নিলামে খালিশা চাপানী ইউনিয়নের গ্রোয়িং এর পার নামক স্থানের ৫টি স্তূপে ৫শত ৫৬ সিএফটি পাথর সর্বোচ্ছ নিলাম ডাককারী হিসাবে নির্বাচিত হয় মশিউর রহমান। এ বিষয়ে নিলাম গৃহীতকারী মশিউর রহমান বলেন, ৫টি শর্তে নিলামকৃত পাথর ক্রয় করলাম। আশা রাখি শর্তাবলি যথাযথ মেনে পাথর অপসারণ করতে পারবো।