
নারায়নগঞ্জ থেকে চুরি হওয়া মটর সাইকেল ডেমরা থেকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। পরে মালিকের কাছে বাইকটি হস্তান্তরিত করেন কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ মাসুদ রানা।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের ডেমরা রাস্তার পাশে ঢাকা মেট্রোঃ ল-৫০-৪৯৬৬ নাম্বারের একটি মটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেয় কয়েকজন পথচারী।
খবর পেয়ে পুলিশ বাইকটি উদ্ধার করে কাঁচপুরে ডাম্পিং এ প্রেরণ করে।
সার্জেন্ট মোঃ মাসুদ রানা জানান,তিনি ঢাকা ডেমরা রোডে ডিউটি করছিলে এসময় কয়েকজন পথচারী জানান যে একটি বাইক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।তাদের সহযোগিতায় বাইটি উদ্ধার করি। পরে বি আর টি এর মাধ্যমে প্রকৃত মালিককে খবর দেই। বাইকের মালিক আঃ রহিম দেওয়ান সকল পেপার নিয়ে আসলে তাকে তার বাইকটি হস্তান্তর করি।
বাইকের মালিক আঃ রহিম দেওয়ান বলেন,যে গত (২৬ সেপ্টেম্বর)রাতে ফতুল্লার শান্তিধারা ১নং রোডের ১৩ নং বাসা থেকে তার বাইকটি চুরি হয়ে যায়। যা ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। বাইকটি উদ্ধার হয়েছে এই খবর পেয়ে তিনি ছুটে আসেন। পরে তিনি তার প্রিয় বাইকটি বুঝে পেয়ে উদ্ধারকারী ট্রাফিক পুলিশি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।