মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, প্রতিনিধি
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।
সোমবার -১৯ জানুয়ারি- সকালে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা সভাপতি- সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট প্রদান করেন। টানা তিন ঘণ্টা ভোট গ্রহণ শেষে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মিয়া -দৈনিক ইত্তেফাক- সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মহিন উদ্দিন -দৈনিক সমকাল- সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শোয়াইব -দৈনিক ভোরের দর্পণ ও সিপ্লাস টিভি-।
এইদিকে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম -দৈনিক কালের কণ্ঠ- সহ-সভাপতি মোঃ নকিব হোসাইন চৌধুরী -দৈনিক গিরি দর্পণ- সহ-সম্পাদক আবদুল আউয়াল রোকন -দৈনিক ডেসটিনি- সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল আজাদ -দৈনিক সাঙ্গু- অর্থ সম্পাদক আবু তৈয়ব -দৈনিক আজকের বাংলা- প্রচার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন -দৈনিক অপরাধ অনুসন্ধান- দপ্তর সম্পাদক অরুণ বৈষ্ণব -দৈনিক খোলা কাগজ- নির্বাহী সদস্য আহমেদ আরমান -দৈনিক বিজয় বাংলাদেশ-।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন- এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে। আমরা সবাই মিলে বৈষম্যহীন সাংবাদিকতার একটি মডেল প্রতিষ্ঠা করতে চাই।হাটহাজারীর সাংবাদিকদের স্বার্থরক্ষা ও উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি শুধু একটি সংগঠন নয়- এটি হবে আমাদের সকলের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় এই কমিটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।