
হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত। সরকারি নিদের্শনা মোতাবেক গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ নিধন বন্ধ ছিল । রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীতে সর্বশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম সাবু- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওয়ালিফ মন্ডল প্রমূখ।
জানা গেছে- উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত ২২ দিনে উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জাল সমুহ আগুনে পুড়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার বলেন- গত ২২দিন মাছ না ধরার জন্য উপজেলার ১ হাজার ৩০০ জন জেলের প্রত্যেকে ২৫ কেজি করে সাধারণ সহায়তার চাল বিতরণ করা হয়। তারপরও তারা গোপনে মা ইলিশ শিকার করেন। উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৩ হাজার ২০৩ জন। শুধুমাত্র তিস্তা নদীর ধারে অবস্থিত ৬টি ইউনিয়নের জেলেদের সহায়তা প্রদান করা হয়।