রফিকুল এ টি,
তজুমদ্দিন(ভোলা)প্রতিনিধি।।
ভোলায় নব নির্বাচিত ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১জানুয়ারি) বিকাল ৪টায় ভোলা জেলা প্রশাসকের মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসশক তৌফিক ইলাহী চৌধুরী।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যার আব্দুল মমিন টুলু।
অনুষ্ঠানে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের নৌকা নিয়ে নির্বাচিত মেহেদী হাসান মিশু হাওলাদার ও বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগন শপথ নেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর, ২০২১ইং তারিখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৭টি, তজুমদ্দিন উপজেলায় ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।