মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর আজ সোমবার দুপুরে কলচমা শামার চা দোকান সংলগ্ন খাল পাড় থেকে কলচমা গ্রামের মোরশেদ আলম -৬০- এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
এর পুর্বে গত বৃহস্প্রতিবার রাত ৮টায় তিনি কলচমা গ্রামের মান্দারি বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি পৌর কলচমা গ্রামের মৃত জবুল হক মিয়ার বড় ছেলে।
মৃত মোরশেদ আলমের ছোট ভাই জহির উল ইসলাম জানান, গত বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি প্রতিদিনকার মতো সোনাপুর বাজারের উদ্দেশ্যে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম পোষ্ট দিয়ে বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে পরদিন শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন মৃতের ছোট ভাই জহির উল ইসলাম।
আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় লোকজন বাড়ির অদূরে পানিয়ালা সড়কের পাশ্ববর্তী শামার দোকান সংলগ্ন খাল পাড়ে মোরশেদ আলমের ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পায়।
খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এসময় পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী খালে নেমে ব্যপক তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোরশেদ আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, সোমবার পানিয়ালা চিতৌষি খালের পাশে শামার পোলের গোড়ার কাছে -৬০- বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাব।