স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার -১৭ জানুয়ারি- বিকেল ৪ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন, জাহিদ হাসান স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এহান উদ্দীন মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি।
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি- জেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম সজল- রেমিম, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর হোসেন- কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ- সাংগঠনিক সম্পাদক আসাবুল- মেহেরপুর পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান- জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান সোহাগ- জয়নাল আবেদীন- রাকিব- মোমিন- রহিদুল- শিমুল ও মাহফুজসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।