হোসাইন রুবেল ভোলা।।
ভোলা দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চুক্তিপত্র জমা দেন নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ। এদিন, ভাবানীপুর, চরখলীফা, চরপাতা,দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, মেদুয়া ও মদনপুর ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত ৮৪ জন সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন,নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগন আপনাদেরকে নির্বাচিত করেছেন। সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নব-নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।