স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার চরফ্যাশনের ভোটকেন্দ্র থেকে এক চাইনিজ ছুরিসহ মো. শামসুদ্দিন (৩৫) নামে এক মেম্বার প্রার্থীর আপন ছোট ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার শামসুদ্দিন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের আপন ছোট ভাই এবং রুহুল আমীনের ছোট ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান জানান, গ্রেফতার শামসুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়নে আজ ২৯ ডিসেম্বর সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে