পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। দু:স্থ ও অসহায় মানুষের সেবায় তিনি প্রতিনিয়ত সুদূর প্রবাস থেকেই কাজ করে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতে বিএনপি সারাদেশে আর্ত মানবতার সেবায় বিভিন্ন কাজ করে চলেছে।
তারেক রহমানের “আর্ত মানবতার সেবায় বিএনপি- এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। এতে হাজারো সাধারণ মানুষ কোনপ্রকার অর্থ খরচ ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন। এই কর্মযজ্ঞের ফ্রি চক্ষু ক্যাম্পে ৪৮০ জন রোগীর চোখের ছানি সনাক্ত করা হয়। ২০ জানুয়ারি-সোমবার ময়মনসিংহের বিএনএসবি আই হসপিটালে প্রথম ভাগে তাদের অনেকের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়। পর্যায়ক্রমে মোট ৪৮০ জন রোগীর সকলেরই ছানি অপারেশন আগামী ১ মাসের মধ্যে সম্পন্ন হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন-বিএনপি মা-মাটি-মানুষের দল। আমরা জনগণের কল্যাণে-জনগণকে সেবা দেয়ার জন্য রাজনীতি করি। প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকে যথাযথ মানের চিকিৎসা প্রদানের জন্য আমাদের এই আয়োজন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।