মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি- পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকদের মধ্যে আরও ৭-৮জন আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসীরা জানান।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে।
গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।