মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) বিকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে পিরোজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব একেএমএ আউয়াল।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. এম এ হাকিম হাওলাদার,
সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক।
পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম সিকদার (মন্টু)-ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরুপকাঠী পৌর মেয়র জি এম কবির,জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল,পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার ও জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু পৌর আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন সিকদার (সাগর )সহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।