
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ১৮ জানুয়ারি বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তায় বিএনপি’র কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন তার ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ করেন।
এ সময় বিএনপি নেতা সোহেল মঞ্জুর সুমন বলেন- আমরা আপনাদের পাশে থেকে এ ধরনের কাজ আরো করবো ইনশাল্লাহ। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পিরোজপুর ২ আসনের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির- উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ- ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেন আকন- কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া- বদরুদ্দোজা মিয়া- জিয়াউল হাসান নিকসন- সৈয়দ বাহাউদ্দিন পলিন- গিয়াসউদ্দিন অলি, লিয়াকত হোসেন তালুকদার- শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মিন্টু- সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।