দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও সিআর পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলির তত্ত্বাবধানে এসআই লেলিন বিশ্বাস- এসআই রিয়াজুল ইসলাম- এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করে। জানা গেছে- পারুলিয়া ইউপি এর পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা কালে সাতক্ষীরার শ্রীরামপুর এলাকার আ.গফুর মোড়লেল ছেলে ইনামুল হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরঅভিযানে সিআর মামলার ৩ মাসের সাজা পরোয়ানা ভূক্ত আসামী ঘলঘলিয়ার কাছেদ আলীর ছেলে আবু সাঈদ -৩২- কে গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি হযরত আলি জানান- নিয়মিত অভিযান পরিচালনা কালে মাদক সহ একজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো জানান- থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন আসামীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশকে সঠিক তথ্য ও সহযোগীতা করুন।