স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় দক্ষিণ বাংলার কিংবদন্তি নেতা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা সেই মহান নেতা,একসময়ের ডাকসুর ভিপি গণঅভ্যুত্থানের মহানায়ক,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর দুইবারের অত্যন্ত সফল শিল্প বাণিজ্যমন্ত্রী, ভোলার সর্ব জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেতা তোফায়েল ভাইয়ের পর এই ভোলায় সাবেক জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব ভাই তৃণমূলের নেতা-কর্মীদের থেকে শুরু করে জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে অত্যন্ত সৎ, ন্যায়পরায়ন, নিষ্ঠাবান, আস্থার প্রতীক, অত্যন্ত কর্মীবান্ধব প্রিয় নেতা জহুরুল ইসলাম নকিব ভাই। নকীব ভাইয়ের অনেক গুণ আছে যার মধ্যে একটি গুণ হলো মানুষ যখন বিপদে পড়ে তার কাছে আসে তিনি নির্দ্বিধারা সকলের উপকার করে। আবার কখনো কখনো নিজের অর্থ দিয়েও সাহায্য করে থাকেন। শুধু তাই নয় দেশের প্রাকৃতিক দুর্যোগেও তিনি দলের দিকে না চেয়ে থেকে নিজের অর্থায়নে অনেক মানুষকে সাহায্য করেছেন। যার জ্বলন্ত প্রমাণ ছিল এই মহামারী করোনাভাইরাসে আমার ভাই একটি মুহূর্তের জন্য ঘরে বসে থাকেন নি। তিনি মানুষের পাশে থেকে সর্বক্ষণ উপকার করে গেছেন। এমনকি এখনো দিনরাত বিভিন্নভাবে মানুষের উপকার করে চলেছেন। প্রিয় নেতা তো তোফায়েল ভাইয়ের জন্য যেমন দোয়া করি,তেমনি আমার প্রিয় ভাই জহুরুল ইসলাম নকিব ভাইয়ের জন্য দোয়া করি,আল্লাহ যেন নকিব ভাইকে দীর্ঘায়ু ও নেক হায়াত দান করেন। গতকাল তার সাথে আলাপ কালে এমনটি বললেন, সাবেক যুগ্ন আহবায়ক ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগ মুজাহিদুল ইসলাম তুহিন ।