নীলফামারী থেকে সাদ্দাম আলী।।
নীলফামারী জেনারেল হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্চিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ঐ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার রাত আটটা থেকে অনিদৃষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। একই সাথে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানায় যায়- মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল
হাসাপাতালের তানহা -১৪- নামের এক রোগী শিশু বিভাগে ভর্তি হয়ে মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন ছিলেন। শিশু ওয়ার্ডের রোগী হলেও ঐ রোগীর বাবা ও চাচা মেডিসিন ওয়ার্ডে গিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পাকে রোগীকে দেখতে বলেন। চিকিৎসক রোগীকে শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বললে তাঁরা চিকিৎসকের সাথে বাকতিন্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ঐ নারী চিকিৎসককে লাঞ্চিত করেন রোগীর স্বজনরা।
এসময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বলেও অভিযোগ করা হয়। পর খবর পেয়ে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে আসলে ওই রোগীর স্বজনার ডিউটি রুম থেকে বের হয়ে যায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলণ করে। এরপর হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবি জানানো হয় সেই মনববন্ধন থেকে।