
সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো
চিটাগাং সিনিয়ার্স ক্লাবের আয়োজনে পিঠা উৎসব ২০২৫ ক্লাব প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার সিনিয়ার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও উপস্থাপনার মধ্য দিয়ে বাঙালির লোকজ সংস্কৃতিকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,পিঠা আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ- যা আমাদের শিকড়ের সাথে আমাদের সংযুক্ত রাখে। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। পিঠার মাধ্যমে আমরা শুধু আমাদের খাদ্যসংস্কৃতিকে নয়- পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যকেও উদযাপন করি।
“চট্টগ্রামের মতো শহরে এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে শহুরে জীবনধারার সাথে সংযুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়- এটি একটি প্ল্যাটফর্ম- যেখানে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা শেখানোর সুযোগ পাই। আমি বিশ্বাস করি- চিটাগাং সিনিয়ার্স ক্লাবের এই উদ্যোগ চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা পালন করবে।
উৎসবে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক- ক্লাবের চেয়ারম্যান ডাঃ বিশ্বনাথ দাশ- মাশফিক উল হাসান- ফাতেমা ফেরদৌস- ডাঃ মেসবাহ উদ্দিন আহমেদ- ডাঃ ভাগ্যধন বড়ুয়া- ফয়সাল আলম তাসকিন- ওলিউল আবেদীন শাকিল- এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী- এবং ডাঃ সরোয়ার আলম- এম.আর.দে- ইঞ্জি. পরিমল কান্তি চৌধুরী -ডাঃ বিদুৎ কান্তি বিশ্বাস -ডাঃ এম.এস.টিপু সুলতান- প্রদীপ কুমার দাশ- সোমেন কুমার দত্ত- পুলক পারিয়াল- মোহাম্মদ আলী মুরাদ প্রমুখ।
উৎসবটি ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের এক মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন ধরনের পিঠার স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে আকৃষ্ট করে। চট্টগ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরার জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।