নোয়াখারী প্রতিনিধি।।
গান্ধীর অহিংস নীতি আমাদের প্রেরণা জাগাবে – প্রতিমন্ত্রী মাহবুব আলী।
নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে গান্ধী স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,
গান্ধী স্মৃতি জাদুঘর বাংলাদেশের পর্যটনকে সমৃদ্ধ করবে এবং গান্ধীর অহিংস নীতি আমাদের প্রেরণা জাগাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।