
মো. ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ এশিয়ার অন্যতম শতভাগ রপ্তানিমূখী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর কর্মরত শ্রমিকদের অংশগ্রহণকারী কমিটি নির্বাচন-২০২৫ ইং -পিসি কমিটি- সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। কারখানায় ৮ টি সেকশনে শ্রমিকদের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে পুরষ- ১ হাজার ৯৬৫ জন, মহিলা -২ হাজার ৭৯৯ জন ভোটার । অংশগ্রহণকারী কমিটি নির্বাচনে ১৪ টি পদের জন্য মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১ এর অংশগ্রহণকারী কমিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচনী কর্মকর্তা মোছা:
জলি খাতুন কর্তৃক চূড়ান্ত ফলাফল বিবরণীতে জানাযায়- কারখানায় ৮ টি সেকশনে অংশগ্রহণকারী কমিটি -পিসি কমিটি- নির্বাচনে ১৪ জন বিজয়ী প্রার্থীরা হলেন। সুইং সেকশনেঃ মো : রুবেল, মো: নূর আলম, মো: তাওহিদ হাসান ও মোছা: পলি আক্তার । লাষ্টিং সেকশনেঃ মো: রাশেদুল ইসলাম, মো: সায়েম হোসেন ও মো: বাকী বিল্লা। কাটিং সেকশনেঃ মো: পারভেজ আহমেদ। কম্পনেন্ট সেকশনেঃ মোছা: মুক্তি খাতুন। ডিজাইন ল্যাব সেকশনেঃ মো : নজরুল ইসলাম। স্পোর্টস সু ও স্টক ফিটিং সেকশনেঃ মো: ইকবাল হোসেন ও মো: ফয়সাল আহমেদ। মোকাসিন সকল সেকশনেঃ মো: হাফিজুল সরকার ও ইনসোল সেকশনেঃ মো: শাকিল হোসেন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক -মানব সম্পদ বিভাগ- মো. মিজানুর রহমান বলেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১ এর অংশগ্রহণকারী কমিটি নির্বাচন ২০২৫ সুষ্ঠ ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকরা স্বতস্ফূর্ত ভাবে নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কারখানার উর্ধতন কর্মকর্তা ছাড়াও কালিয়াকৈর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তিনি নির্বাচনে বিজয়ী শ্রমিক প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন।