
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন দুই ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সূত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান মিন্টু ও তার ছোট ভাই মোফাজ্জল হোসেন এবারে নির্বাচনে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হন।
আপন দুই ভাইয়ের প্রার্থী হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী এসব ইউনিয়ন গুলে হচ্ছে- ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী, মধ্যপাড়া, ঢালজোড়া, সূত্রাপুর আটাবহ। এর মধ্যে সূত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন দুই ভাই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন, ওই ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে স্বতন্ত্রপ্রার্থী সোলায়মান মিন্টু ও মোফাজ্জল হোসেন। এবারের নির্বাচনে বড় ভাই সোলায়মান মিন্টু আনারস প্রতীকে এবং ছোট ভাই মোফাজ্জাল হোসেন চশমা প্রতীকের প্রার্থী হলেও বড় ভাইয়ের জন্য আনারসে ভোট প্রার্থনা করছেন। ছোট ভাই মোফাজ্জাল হোসেন জানান, ভাইয়ের মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় ও কৌশলগত কারনে দুই ভাই মনোনয়নপত্র জমা দিয়েছি।