স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।n
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারসাম্যহীন কিশোর হাসনাইন (১৬) ওই ইউনিয়নের মো. আবুল কাশেমের ছেলে।
ওসি মো. শাহীন ফকির বলেন, হাসনাইন বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার পরিবার ও পুলিশ ধারণা করছে মানসিক ভারসাম্যহীন থেকেই ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।