মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় -১৩ জন আহত হয়েছে। বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নরে কলারণ ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার হাটে এ ঘটনা ঘটে।
গত সোমবার ইউপি নির্বাচনে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শাহাদাৎ হোসেন হিরু তালুকদার বিজয়ী হয়। নির্বাচনের পরের দিন মঙ্গলবার কলারণ তালুকদার হাটে ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদার ও তার সমর্থকরা গেলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পরাজিত প্রার্থী শাহজাহান হাওলাদারের চাচাত ভাই ফারুক তার ভাইকে সমর্থন না করে হিরু তালুকদারের সমর্থন করা নিয়ে পরাজিত প্রাথীর সমর্থকদের মধ্যে বাকবিতান্ডায় এ হামলার সূত্রপাত হয়।
হামলায় পরাজিত প্রার্থী শাহজাহান হাওলাদার, আনিসুর রহমান হাওলাদার, শামসুল হক হাওলাদার, রুবেল হওলাদার আহত হয়। অপরদিকে হিরু তালুকদারের সমর্থকদের মধ্যে ফারুক হাওলাদার, শামীম হাওলাদার, সোহেল হাওলাদার, সবুজ তালুকদার, মাসুদ তালুকদার, নাসির উদ্দিন সহ প্রায় ১২-১৩ জন আহত হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল ও মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির, ওসি (তদন্ত) শামীম আহম্মেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজয়ী ইউপি সদস্য শাহাদৎ হোসেন হিরু তালুকদার বলেন, আমার সমর্থকরা তালুকদার বাজারে গেলে পরাজিত সদস্য প্রার্থী শাহজাহান হাওলাদারের লোকজন ভোট না দেয়ার অভিযোগ এনে আমার সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমার ৬ থেকে ৭ জন কর্মী আহত হয়।
অপরদিকে পরাজিত সদস্য প্রার্থী শাহজাহান হাওলাদার বলেন, আমি তালুকদার বাজারে আমার সমর্থকদের সাথে দেখা করতে গেলে কোন উস্কানী ছাড়াই হিরু তালুকদারের লোকজন আমাকেসহ আমার ৭/৮ জন সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, বিজয়ী ও পরাজিত দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় ৬ থেকে ৭ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দাবী। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। আহতরা হাসপাতালে ভর্তি আছে।