
রংপুরের মিঠাপুকুরে আলোচিত আবু হোসেন হত্যা মামলার পলাতক ৩ আসামীকে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র্যাব ১০।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি থেকে আবু হোসেন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বুলু মিয়া (৪০), মোঃ উজ্জল মিয়া (২২) ও মোছাঃ স্বপ্না বেগম।
র্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে রংপুর জেলার মিঠাপুকুর এলাকার আবু হোসেনের (২৫) সাথে পরিবারিক জমিজমা বিরোধের জেরধরে বুলু মিয়া ও তার সহযোগীরা আবু হোসেনের উপর অতর্কিত হামলা করে।
এসময় তাকে এলোপাথারী কিল,ঘুষি ও দেশী অস্র দিয়ে বেধরক মারধর করে গুরুত্বর জখম করে।
খবর পেয়ে আশপাশের লোকজন আবু হোসেন’কে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরের দিন (১৪ সেপ্টেম্বর) আবু হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এই হত্যার ঘটনায় (১৫ সেপ্টেম্বর) নিহতর পরিবার বাদী হয়ে মিঠাপুকুর থানায় মোঃ বুলু মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং-৩২। ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/৩২৫/ ৩০২/১১৪/৩৪ দন্ড বিধি।
র্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১০ এর কম্পানী কমান্ডার এনায়েত সোয়েব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত হত্যাকান্ডের সত্যতা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।