
নারায়নগঞ্জের রূপগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৬ অক্টােবর) নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
তারাবো পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র হাসিনা গাজী।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো”
এ অনুষ্ঠানে মেয়র হাসিনা গাজী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্ম নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন পাবে।
যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।
রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা গ্রহন ও প্রদানের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।
সেই সাথে তিনি কঠোরভাবে হুশিয়ারি করেন, তার এলাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন,”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন,তার স্বপ্ন পূরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গঠনে বাস্তবে রূপান্তিত করে চলেছেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া ও লায়লা পারভীন, প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল আলম সিকদার,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা।