জেলা প্রতিনিধি- শরীয়তপুর।।
ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে অপপ্রচার চালিয়েছে একটি মহল। এর প্রতিবাদে ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেছেন।
রোববার -১৮ আগস্ট- শরীয়তপুরের গোসাইরহাটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারী ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারী ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ইমাম হোসেন খোকন বেপারী বলেন, গত ১৫ আগস্ট থেকে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের মিথ্যা অপবাদ দিয়েছে। আমার সামাজিক মর্যাদা ও আমার মান-সম্মান ক্ষুন্ন করতেই একটি মহল এই অপপ্রচারে নেমেছে। এঘটনার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি আমি বর্তমান অন্তরবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার করছি। কে বা কারা নদী থেকে বালু উত্তোলন করে চরাঞ্চলের সাধারণ মানুষের ক্ষতিসাধনসহ দেশের সম্পদ চুরি করছে তা আমি জানি না। যারা নদী থেকে বালু উত্তোলন করছে, আমি তাদেরও বিচার চাই। যারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট কথা প্রচার করছে- তাদের বিচার দাবি করে গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাই আপনারা নদী পাড়ের মানুষের সঙ্গে কথা বলুন- তাহলেই কারা বালু উত্তোলন করছে তা জানতে পারবেন। আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নই- আমি ব্যবসায়ী- ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমি আবারও সরকার ও সেনাবাহীনির কাছে আমার বিরুদ্ধে করা অপপ্রচারের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাদের মধ্যে আলমগীর হোসেন নামে একজন জানায়- খোকন ভাইর বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলনের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন প্রচারণার নিন্দা জানাই আমি। সরকারের কাছে অনুরোধ করব- যারা বালু কাটতেছে- তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় কৃষক আজহার উদ্দিন মোল্লা বলেন- খোকন বেপারী একজন সনামধন্য লোক তার ভাই আমাদের কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি। খোকন বেপারী আমাদের এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। আমদের এই চরে কেউ কোন সমস্যা হলে তিনি সাথে সাথেই সমাধান করে দেয়। চিকিৎসার জন্য অনেক সময় তিনি অনুদান দিয়ে থাকেন।
স্থানীয় বেপারী বাড়ী জামে মসজিদের ইমাম মো: শফিকুল ইসলাম বলেন, আমি এই মসজিদে ১৩ বছর ধরে ইমাম হিসেবে আছি। আমি কখন খোকন বেপারীকে কোন খারাপ কাজে দেখিনি। আমি ওইদিন ফেসবুকে দেখলাম খোকন বেপারীকে নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও ছাড়ছে। আমি ভিডিওটি দেখে হতভম্ব হয়ে গেছি। একজন ভালো মানুষকে নিয়ে কি করে এই ধরনের ভিডিও ছাড়ে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।