
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জের ধর্মপাশায় হারিয়ে যাওয়া মৃৎ শিল্পদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামে সুবল পালের বাড়ীতে অনুষ্টিত হয়।
বিগত ২২ বছর যাতৎ উপমা সংস্থাটি মানুষের উন্নয়নের জন্য কাজ করে আসছে, এই প্রথম মৃৎ শিল্পদের নিয়। পালপাড়া মৃৎ শিল্প প্রকল্প নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি।
আয়োজনে বেসরকারী সংস্থা উপমা-উন্নয়ন পরিকল্পনার মানুষ, সহযোগিতায়-এনজিও ফাউন্ডেশান।
হারিয়ে যাওয়া মৃৎ শিল্পীদের পুরাতন ঐতিহ্য ফিরে আনার জন্য সংস্থাটি কাজ করে আসছেন।
মৃৎ শিল্পদের কাঁচামাল সহ মাটি, রং, চুলা ইত্যাদির জন্য প্রতিজনকে নগদ তের হাজার টাকা করে সহযোগিতা প্রদান করবেন উপমা সংস্থার নির্বাহী পরিচালক এমএইচ তালহা চৌধুরী একথা জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপমা সংস্থার ভাইস চেয়ারম্যান মো: বজলুল রশিদ চৌধুরী, কোষাধক্ষ্য আমিরুল ইসলাম, সদস্য ও সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, মো: মফিল উদ্দিন, ইউপি সদস্য মো: টিটু মিয়া সহ এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।