
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটি এম মোর্শেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)আহসান উল্লাহ,হোমনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি,তিতাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর,সাধারণ সম্পাদক ডাঃ লনি চন্দ্র দেবনাথ,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মো. বাবুল আহমেদ,
মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার মোসামৎ লায়লা পারভীন বানু,সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইউনুস মিয়া ও কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী গোফরান খানসহ উপজেলার
বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।