
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার সাতানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এ এইচ এম সালাহউদ্দিন চেয়ারম্যানের নিজ বাড়ি স্বরসরতীর চরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে দাড়িয়ে দলীয় নেতৃবৃন্দরা মরহুম এ এইচ সালাহউদ্দিন চেয়ারম্যানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির বিএনপির যুগ্ম-আহবায়ক মো.কামরুজ্জামান হিরা।
সাতানী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল করিম সওদাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিএনপির সদস্য ডি এম রাসেল মেম্বার- উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.গিয়াসউদ্দিন মাষ্টার- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সদ্য ঘোষিত ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হলেন-মো.শান্তি মিয়া ব্যাপারী -সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন- সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শামসুদ্দিন- সাংগঠনিক সম্পাদক শামসুল হক মুন্সি।