গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির উদ্যোগে চলমান পরিস্থিতিতে সরকারি অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও মন্দিরে জন নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণসংযোগ শুরু করেছেন। এ উপলক্ষে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ পর্যন্ত কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর- কালিয়াকৈর বাস স্ট্যান্ড- কালিয়াকৈর বাজার- বাইপাস চত্বর ও সাহেব বাজার এলাকায় শান্তি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খাঁন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো.মজিবুর রহমান- উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো.হেলাল উদ্দিন- সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ- সিনিয়র যুগ্ম-সম্পাদক মো.শহিদুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন সহ অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন- বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগে বিএনপির কোন লোক জড়িত নয়। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সকল ব্যাংক -বীমা -অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানান।দলীয় পরিচয় বা কোন দুষ্কৃতিকারী ভাঙচুর, চাঁদাবাজী ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পৃথক পৃথক পথ সভায় ও শান্তি মিছিলে হাজার হাজার দলীয় কর্মী ও ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।