
পলাশ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।।
পটুয়াখালীর গলাচিপার প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু.খালিদ হোসেন মিল্টনসহ ৪৫জন কে, শেরে-বাংলা গোল্ডেন ২০২২ সম্মাননা ভূষীত করেন। ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষধের আয়োজনে হোটেল অরনেট (থ্রি স্টার) অডিটিডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।
শেরে বাংলা একে ফজলুল হক এর দহিত্র ও সাবেক তথ্য সচিব বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুর মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রধান আলোচক ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথিত যশা সাবেক ভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা শহিদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব পাট ও বস্ত্র মন্ত্রণালয় ডক্টর শেখ রেজাউল ইসলাম, শেখ রাসেল ও জাতীয় শিশু-কিশোর পরিষদ, সাধারণ সম্পাদক লায়ন মুজিবুর রহমান, বিশিষ্ট ডাক্তার ও সমাজ সেবক ডঃ সামিনা আরিফ, সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব মো. আর.কে. রিপন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের অনেক গুনিজন ও গন-মাধ্যম কর্মীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবসে, বাংলাদেশের শিক্ষা বিস্তার, মফস্বল সাংবাদিকতা, কবি সাহিত্যিক ও কৃষি উন্ননে মোট ৪৫ জন পুরুষ মহিলা পেশাগত কাজে সাফল্য অর্জনে স্বীকৃতি স্বরূপ শেরে-বাংলা গোল্ডেন পুরস্কার ২০২২ ও উবরণ, সনদপত্র সম্মাননা প্রদান করা হয়। পরে এক মণোগ্য স্বংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়