মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিআরডিবি‘র উদ্দোগে বিত্তহীন মহিলাদের মাঝে ১৭ পরিবারকে ৮ লক্ষ ১৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।
উপজেলায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বির্নির্মানের লক্ষ্যে বিআরডিবি‘র উপকারভোগী সদস্যদের মাঝে সোমবার শ্রীফলতলী ইউনিয়নের চুনাতিপাড়া বিত্তহীন মহিলা দলের ১৭ জন সদস্যদের মাঝে নগদ ৮লক্ষ ১৫হাজার টাকা গরু মোটাতাজাকরণ প্রকল্পে ঋণ বিতরণ ও জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । এসব নির্দেশনার মধ্যে ছিল জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক,ইভটিজিং,বৃক্ষরোপণ ,যৌতুক,বাল্যবিয়ে , পিতামাতর প্রতি দায়িত্ব ও বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের বিষয়ে আলোচনা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. ফয়েজ উদ্দিন , মো. নূর হোসেন , হিসাব রক্ষক বেলায়েত হোসেন , হিসাব সহকারী জোবায়ের রহমান , মাঠ সংগঠক সুফিয়া আক্তার প্রমুখ ।