মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে বন্যার পানির প্রবল শ্রোতে পানিতে ডুবে ইসান হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইসান উপজেলার নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে । শিশু ইসান হোসেন মাদ্রসায় লেখাপড়া করতো।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঐদিন বিকালে শিশুটি উপজেলার বরিয়াবহ এলাকা থেকে বাড়ি যাবার পথে বন্যায় ডুবে যাওয়া একটি আঞ্চলিক সড়কের বন্যার প্রবল পানির শ্রোতে শিশুটি পা ফসকে ডুবে যায়। উপস্থিত লোকজন ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেযে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার বিকালে ওই শিশুটির লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টার পর বুধবার বিকালে লাশটি উদ্ধার করেছে।