
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অংগ -সংগঠনের যৌথ উদ্যোগে খাড়া জোড়া এলাকায় অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র গাজীপুর- ১ এর বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সঞ্চালনা করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.নুরুল আমিন।

























