
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
গত ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও ৩ জন দগ্ধের ঘটনায় ৪ দিন পর ২৩ ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। দুইটি তালা লক করা ছিল। একটি তালা খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দূর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে স্মৃতি ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিথির শরীরের ২ শতাংশ পুড়েছে। চিকিৎসা শেষে সে পরিবারের সাথে রয়েছে।
























